স্টাফ রিপোর্টারঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে গোয়ালন্দে ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা ছাত্রলীগের নির্দেশক্রমে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহাম্মেদ সজল,সাধারণ সম্পাদক আকাশ সাহা , কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল, সাংগঠনিক সম্পাদক মৃদুল হোসাইন, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ঠান্ডু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন লিমনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গ কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, ছাত্রলীগের একমাত্র অভিভাবক শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি।