স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ জন রোগীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক তহবিল থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইয়নও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার পিকুল আলী,
উপকারভোগী রোগীরা হলেন মোঃ ফজলুর রহমান, মোঃ টুটুল প্রামানিক, শামসুজ্জামান, মোছাঃ চায়না খাতুন, মোছাঃ রাবেয়া খাতুন, মোছাঃ রাজিয়া বেগম, মোঃ আশরাফুল ইসলাম, ফাহিম মন্ডল, আশুরা, আখি আক্তার জুঁই, শেফা।