স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর পাংশায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫পর্যায়) প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান অদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার।