স্টাফ রিপোর্টারঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে রুপা বেগম (৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২শত গ্রাম গাঁজা। সে জেলা শহরের বিনোদপুরের লোকসেড গ্রামের ইমান শেখের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানিয়েছেন, পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা লোকসেডের কলাবাগান সংলগ্ন এলাকায় রবিবার সকাল ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সে সময় প্লাষ্টিকের ব্যাগে করে গাঁজা বিক্রি করছিলো রুপা বেগম। তাকে ওই সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
রুপা জানিয়েছে এই গাঁজা’র মূল মালিক স্থানীয় নরেন রায়ের ছেলে উত্তম কামাল (৫২)। পরবর্তীতে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে সে সুকৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় উভয়ের নামে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।