স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ২০২০-২১ অর্থবছরের স্থানীয় সরকারের অর্থায়নে সদর উপজেলার ১৪ ইউনিয়নের ৯৮ জন গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, সদর ইউএনও ফাহমি মো. সায়েফ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, গ্রামপুলিশ সভাপতি উজ্জল খান প্রমুখ।