স্টাফ রিপোর্টারঃ
ঢাকা- কুষ্টিয়া মহাসড়কের পাশে পাংশা পৌরসভার প্রবেশদ্বার কলেজ মোড় এলাকায় বছরের পর বছর ধরে বর্জ্য ফেলে আসছে পাংশা পৌরসভা। এতে পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও পৌর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে ময়লার স্তূপের পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা ভবন ও মসজিদ। মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদেরও অভিযোগ রয়েছে এই ময়লার স্তূপের বিষয়ে। অধিকাংশ মানুষকেই নাক মুখ চেপে নিঃশ্বাস বন্ধ করে পার হতে হয় রাস্তাটুকু।
কলেজ মোড়ে অবস্থিত এক হোটেল ব্যবসায়ী বলেন। দুই পাশে পৌরসভার ময়লার ভাগাড়ের কারনে মাছির যন্ত্রণা ও দুর্গন্ধের জন্য কাস্টমাররা এখানে আসতে চায়না। ফলে ব্যবসা বাণিজ্য করতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। এই দুর্গন্ধ থেকে মুক্তি চাই।
আরেকজন মুদি দোকানী বলেন আটা-ময়দা চিনিসহ খোলা মালপত্র বিক্রি করতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। যখনই বস্তার মুখ খুলি তখনি মাছি এসে বস্তার মধ্যে ঢুকে যায়। আর মাছি যুক্ত কোন জিনিস পত্র কেউ কিনতে চায় না। খদ্দের এসে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। গন্ধের জন্য নাক মুখ চেপে ধরে রাখতে হয়।
এবিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল বলেন। পৌরসভা যখন থেকে ওখানে ময়লা ফেলে আসছে তখন ঐ এলাকায় কোন ঘরবাড়ি দোকানপাট কিছুই ছিলো না। ঐ দুইটা জায়গা ছাড়া পৌরসভার ময়লা ফেলার আর কোন জায়গা নেই। দুইটি জায়গাই পৌরসভার ক্রয়কৃত।