শিরোনাম
আজ বিশ্ব শিশু অধিকার দিবস জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় জামিনে এসে সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ইভটিজিংয়ের অভিযোগে সাংবাদিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার শিক্ষক সংকটে গোয়ালন্দে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২ কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা: মমতাজ রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

পাংশা পৌরসভার ময়লার স্তুপের গন্ধে অতিষ্ঠ জনজীবন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা- কুষ্টিয়া মহাসড়কের পাশে পাংশা পৌরসভার প্রবেশদ্বার কলেজ মোড় এলাকায় বছরের পর বছর ধরে বর্জ্য ফেলে আসছে পাংশা পৌরসভা। এতে পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও পৌর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে ময়লার স্তূপের পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা ভবন ও মসজিদ। মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদেরও অভিযোগ রয়েছে এই ময়লার স্তূপের বিষয়ে। অধিকাংশ মানুষকেই নাক মুখ চেপে নিঃশ্বাস বন্ধ করে পার হতে হয় রাস্তাটুকু।

কলেজ মোড়ে অবস্থিত এক হোটেল ব্যবসায়ী বলেন। দুই পাশে পৌরসভার ময়লার ভাগাড়ের কারনে মাছির যন্ত্রণা ও দুর্গন্ধের জন্য কাস্টমাররা এখানে আসতে চায়না। ফলে ব্যবসা বাণিজ্য করতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। এই দুর্গন্ধ থেকে মুক্তি চাই।

আরেকজন মুদি দোকানী বলেন আটা-ময়দা চিনিসহ খোলা মালপত্র বিক্রি করতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। যখনই বস্তার মুখ খুলি তখনি মাছি এসে বস্তার মধ্যে ঢুকে যায়। আর মাছি যুক্ত কোন জিনিস পত্র কেউ কিনতে চায় না। খদ্দের এসে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। গন্ধের জন্য নাক মুখ চেপে ধরে রাখতে হয়।

এবিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল বলেন। পৌরসভা যখন থেকে ওখানে ময়লা ফেলে আসছে তখন ঐ এলাকায় কোন ঘরবাড়ি দোকানপাট কিছুই ছিলো না। ঐ দুইটা জায়গা ছাড়া পৌরসভার ময়লা ফেলার আর কোন জায়গা নেই। দুইটি জায়গাই পৌরসভার ক্রয়কৃত।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg