স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ গত ১৬ সেপ্টেম্বর রাতে এবং ১৭ই সেপ্টেম্বর সকালে পাংশা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে (সি আর পরোয়ানা) ভূক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এস আই আমজাদ হোসেন, এ এস আই আলম মিয়া, এ এস আই নাছির, এ এস আই কামাল হোসেন, এ এস আই মোঃ আব্বাছ আলী, এ এস আই রাজু আহম্মেদ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় পাংশা মডেল থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সিআর মামলার আসামিদের কে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সজল মুন্সী, পিতা মোঃ শাজাহান মুন্সী গ্রাম সত্যজিতপুর, আঃ রাজ্জাক খাঁ পিতা সাত্তার খাঁ, ইমরান খাঁ পিতা আঃ রাজ্জাক খাঁ উভয় গ্রাম জাগির বাগলি, আব্দুর রাজ্জাক (৩০) পিতা মোঃ আব্দুস সোবহান, মোঃ আব্দুস সোবহান (৫৫) পিতা ইয়াকুব হোসেন মোল্লা উভয় গ্রাম মৈশালা।
পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন যে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই ওয়ারেন্টভুক্ত আসামি। অনেক কলা কৌশল অবলম্বন করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর দুপুরে আসামিদের কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।