গোয়ালন্দ পতিতা পল্লী থেকে ইয়াবাসহ যুবক আটক –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া পতিতা পল্লী থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত যুবক উপজেলার দৌলতদিয়া ছুরাপ মন্ডল পাড়ার মো. দুলাল শেখের ছেলে মো. দবির শেখ (২৬)।

শনিবার (১১ সেপ্টেম্বর) মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাত ১.১০ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পতিতা পল্লীতে
সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ ঘাট থানার উপ পরিদর্শক (এস আই) জুয়েল রানা।

এসময় পতিতা পল্লীর ভিতরে শিরিন বাড়ীওয়ালির বাড়ির সামনে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দবির শেখকে আটক করা হয় ।

এস.আই জুয়েল রানা বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক যুবক ইয়াবা ট্যাবলেট বহনসহ বিক্রি করছে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির মহোদয়কে জানিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক কে আটক করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg