বঙ্গবন্ধু কে নিয়ে কবি সুমন হাসানের কবিতা ‘তুমি বঙ্গবন্ধু’।

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২০

0Shares

।।তুমি বঙ্গবন্ধু।।

শেখ মুজিব বাঙ্গালীর বন্ধু তুমি
তোমার জন্মে সার্থক বঙ্গ ভূমি,
তোমার হাতে মুক্তির সংগ্রাম গাঁথা গীতিহার
তুমি দিয়েছো বাংলায় স্বাধীনতা উপহার,
বাজিয়ে বাংলার আকাশে বিজয়ের তূর্য
বাংলার বুকে স্বাধীনতার নতুন আলোর সূর্য।

হে শত বর্ষের চির তরুন,চির সবুজ
বাংলার বুকে উচু তোমার শির ত্রিভুজ,
তোমার বুকে আছে,শতবর্ষের ইতিহাস
মিলে মিশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানের বসবাস,
“মুসলমান তার ধর্মকর্ম করবে, হিন্দু তার ধর্মকর্ম
করবে,
কেউ কাউকে বাঁধা দিতে পারবে না” এটা তোমার উক্তি
তুমি ছিলে মহান নেতা,আদর্শে ছিলো তোমার যুক্তি।

বঙ্গবন্ধু তুমি বাঙ্গালি জাতির পিতা
সৃষ্টি করেছো বাংলাদেশ, মুক্ত পরাধীনতা,
গরীবের বন্ধু ছিলে, গর্বে ভরে বুক
তোমার ভরাট কন্ঠের ভাষাণ শুনে পাই সুখ,
বঙ্গবন্ধু ওগো বঙ্গবন্ধু তুমি মোদের গৌরব
তোমারি নামে কর্মে মর্মে-মর্মে ছড়ায় সৌরভ।

তুমি বঙ্গবন্ধু, তুমি বাঙ্গালি জাতীর গর্ব
খোদা যেন তোমায় দান করে সুখ স্বর্গ,
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ
শতবর্ষের জন্মৎসবে জনতার সমাবেশ,
সারা বিশ্ব জানে আজ বঙ্গবন্ধুর নাম
শতবর্ষের জন্মদিনে রইল মুজিবী সালাম।

( লেখক, কবি সুমন হাসান, দক্ষিণ কোরিয়া প্রবাসী)

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg