গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদন্ড –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক সেবনের দায়ে ৫ মাদকসেবীকে ৩মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ আগস্ট) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শের আলম, পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান ও এ এস আই মো. তানভীর হোসেন উপজেলার দৌলতদিয়া রেল ষ্টেশনের বিপরীত পাশে অবস্থিত মোল্লা বোডিং এ অভিযান পরিচালনা করে ৫ মাদকসেবীকে আটক করে।

আটককৃত মাদকসেবীরা হলো, ফরিদপুর কামারখালীর দাওয়াল পাড়া গ্রামের সোহেল শেখ (৩০), ফরিদপুর সালথা উপজেলা সালথা গ্রামের মো. হোসেন (৩০), মানিকগঞ্জের লোখান্ডা গ্রামের শুকুর আলী (৪০), রাজবাড়ীর ধুনচি বিনোদপুর গ্রামের বাবর আলী (৩৮) একই এলাকার মো. শিশির মোল্লা (২৮)।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া মোল্লা বোডিংয়ে অভিযান চালিয়ে এই মাদকসেবীদেরকে আটক করা হয়। গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg