রাজবাড়ী জেলার জন্ম ১৯৮৪ সালে হলেও আজ পর্যন্ত এখানে কোনো বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থান গড়ে ওঠেনি। তবে উৎসব, পার্বণ বা ছুটির দিনে সবার একমাত্র দর্শনীয় স্থান এখন রাজবাড়ী সদর উপজেলার ধুনচী এলাকার পদ্মা নদীর পার গোদার বাজার।
করোনার ভয় থাকলেও একটু বিনোদনের জন্য গোদারবাজার পদ্মার তীরে জমে উঠেছে দর্শনার্থীর ভিড়। বিভিন্ন স্থান থেকে সেখানে এসেছে হাজারো দর্শনার্থী।
ঘুরতে আসা সজিব, আসাদ ও অনন্ত রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, রাজবাড়ী একমাত্র বিনোদন কেন্দ্রটি চেনা থাকলেও এখন অচেনার মতো হয়ে গেছে। অনেকদিন আসি না, আজ এসে দেখছি সব কিছুই ভিন্ন। ‘বন্ধন’টি এখন পানির মধ্যে। সেখানে বসে অনেক সময় কাটিয়েছি। যা এখন পাড়ছি না। পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যদি নদী ভাঙন শুরু হয় হয়তো এই বন্ধনও থাকবে না।
ঘুরতে আসা রাইহান বলেন, অনেকদিন পর পরিবারকে নিয়ে ঘুরতে আসছি। করোনার আগেও প্রতি সপ্তাহে শুক্রবারে বাচ্চা সহ পরিবারকে নিয়ে এখানে আসতাম। এখন করোনার ভয়ে কাজ ছাড়া ঘর থেকে খুবই কম বের হয়। আজ এসেছি এখানে। তবে সবকিছুই ভিন্ন লাগছে।
সুজন বিষ্ণু।।