স্টাফ রিপোর্টঃ
রাজবাড়ী পাংশায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা কবলিত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকার প্রদত্ত ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলার হাবাসপুর ইউনিয়ের হাবাসপুর ঘাট, শাহামীরপুর, পুর্ব-চরআফড়া ও চর-রামনগর গ্রামের বন্যায় কবলিত দুঃস্থ অসহায় ১২০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, খাবার স্যালাইন, মোমবাতি ও দিয়াশলাই দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসহাত তাসনীম আওন, উপ-সহকারী প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস মোঃ হেকমত আলী, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাহবুবুর রহমান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম ও ইউপির সচিব আজিজুল ইসলামসহ প্রমুখ।