স্টাফ রিপোর্টঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটক মাদক ব্যাবসায়ী জুড়ান মোল্লা পাড়ার শহীদ মোল্লার ছেলে মো. মামুন মোল্লা (৩০)।
সোমবার (২৩ আগষ্ট) মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার গোয়ালন্দ ঘাট থানা এলাকায় জরুরি মোবাইল-৪ ডিউটিতে ছিলেন এস.আই মাছরুল আলম সহ সঙ্গীয় ফোর্স।
রোববার রাত ৮.৫৫ মিনিটের সময় দৌলতদিয়া বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দৌলতদিয়া পতিতাপল্লীর খিচুরী পট্টির ২ নং গলির মধ্যে সবুজ স্টোরের সামনে একজন লোক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।
গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরের নির্দেশে সেখানে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
এসময় আসামির পরিহিত হাফ প্যান্টের ডান পকেট হইতে একটি নীল রঙের জিপার ব্যাগে রাখা ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।