স্টাফ রিপোর্টঃ
উগ্রমৌলবাদ, জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে রাজবাড়ী জেলা কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার (১৭আগস্ট) বিকালে কালুখালী উপজেলায় সোনাপুর মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় কালুখালী উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। এছাড়া বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কর খান, যুগ্ন আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, বিপ্লব চন্দ্র বিশ্বাস, জেলা কমিটির অন্যত্বম সদস্য মোঃ শাহীন খান, এ্যাডঃ আব্দুল ছাত্তার, সদর উপজেলার কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ রাজু আহমেদ, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের আহবায়ক মমিন শেখ, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন তুষার, দৌলতদিয়া কৃষকলীগের আহ্বায়ক বাকেন শেখ ও সদস্যসচিব মমিনুল ইসলাম এবং সিনিয়র সদস্য, যুগ্ন আহবায়ক মুরাদ হোসেন, গোয়ালন্দ পৌর কৃষকলীগের সদস্য সচিব লিটন, বিউটি রাণী সহ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন,বীর মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম আহবায়ক বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগ, যুগ্ন আহবায়ক মতিন, সুমন, নাহিদ, স্বপন সহ কৃষকলীগের জেলা, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ।
নুরে আলম সিদ্দিকী হক বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করি না, আমার নিজের স্বার্থের জন্য রাজনীতি করি না, আমি মানুষের অর্থনৈতিক মুক্তি ও নেতা কর্মীদের স্বাধীনতার জন্য রাজনীতি করি। কৃষক জনতার মুক্তির জন্য রাজনীতি করি। কিন্তু একটি মহল সাধারণ মানুষের মুক্তি চায় না, কৃষকের মুক্তি চায় না। এ জন্য তারা আমার পথকে আটকে রাখতে চায়। তারা ২ বার আমার উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিয়ে এ অঞ্চলের উন্নয়নের গতিধারা রুদ্ধ করে দিয়েছে, যারা জাতীয় শোক দিবসে কালুখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনে বাঁধা প্রদান করেছেন তাদের প্রতি ধিক্কার জানাই।
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়।