গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন কারী মিনুকে ৫০হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

0Shares

সোহাগ মিয়াঃ

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন এলাকার পূর্বতেনা পচা থেকে থেকে সোমবার(১৬আগস্ট)বিকালে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম মিনু সরদার (ওরফে মিনু মেম্বার)। সে স্থানীয় ইউনিয়ন পরিষদ দেবগ্রামের সংরক্ষিত মহিলা আসনের শাহনাজ মহিলা মেম্বারের স্বামী।মহিলা মেম্বারের দাপটে তার স্বামী মিনু সরদার দীর্ঘদিন মরা পদ্মায় বালু উত্তোলন করে আসছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন ।

সরজমিনে গিয়ে দেখা যায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম তিনি সশরীরে গিয়ে দেখেন পূর্বতেনা পচার একটি দুর্গম এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে একজনের ভিটা ভরাট করছিলেন মিনু সরদার তখনই তাকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়।

প্রতিবেদক আরও দেখতে পায় স্থানীয় দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম ছুটে আসেন ভূমি অফিস কার্যালয়ে অবৈধভাবে মাটি উত্তোলন কারী ও ড্রেজার ব্যবসায়ী মিনু সরদার এর সুপারিশের জন্য।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান,গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন একটি নদী ভাঙ্গন এলাকা ওই এলাকার মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কাটছিল মিনু সরদার। এ সময় তাকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১)ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg