কালুখালীতে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাংশা টু নারুয়া ঘাট পাকা সড়কে দুইটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ সরোয়ার হোসেন (৫১) নামে একজন নিহত হয়েছে। সাওরাইল ইউনিয়নের বড় সাওরাইল গ্রামের তাজেলের বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে।

নিহত সরোয়ার হোসেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বানিবহ গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

তিনি গত কয়েকদিন আগে কাজের উদ্দেশ্যে ঝিনাইদা জেলার শৈলকূপাতে যান। কাজ শেষে ১২ই আগস্ট আনুমানিক সকাল ৯ টার সময় পাংশা উপজেলার নাদুরিয়া ঘাট পার হয়ে বাড়ির উদ্দেশ্যে ইজিবাইকে রওনা করেন। ঘাট ছেড়ে কিছুদূরে বড় সাওরাইল গ্রামে আসলে অপর দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা আরেকটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এসময় তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন ঘটনাটি পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg