রাজবাড়ী থেকে সুজন বিষ্ণুঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দতে ভোক্তা অধিকার আইনে গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, আলাউদ্দিন ফার্মেসী,নীড় মেডিকেল হলকে জরিমানা করা হয়।
আজ বুধবার (১১আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় মোঃ শরীফুল ইসলাম এ,ডি ভোক্তা রাজবাড়ী এর নেতৃত্বে রাজবাড়ী জেলার গোয়ালন্দ হাসপাতাল রোড়ে অভিযান পরিচালিত হয়। ভোক্তা আইনের ৫১ ধারায় আলাউদ্দিন ফার্মেসীতে ১৫০০ /=টাকা, নীড় মেডিকেল হলকে ৫০০/=টাকা এবং গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫৩ ধারায় ১০,০০০/= টাকা সর্বমোট ১২,০০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
সহযোগিতায় করেন সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস,রাজবাড়ী। শৃঙ্খলায় ছিলেন মোঃ মিজান এসআই গোয়ালন্দ থানার নেতুত্বে পুলিশের একটি টিম।পেসকার মোঃ সবুজ হোসেন।
সূর্য কুমার প্রমানিক বলেন, গোয়ালন্দতে ভোক্তা অধিকার আইনে গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, আলাউদ্দিন ফার্মেসী,নীড় মেডিকেল হলে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।