মোঃ সোহাগ মিয়া গোয়ালন্দ প্রতিনিধিঃ আজ ৮ই আগস্ট ২০২১ রবিবার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহিয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম শুভ জন্মদিন উপলক্ষে,দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক বাকেন শেখ এর সভাপতিত্বে ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব মোঃ মমিনুল ইসলাম এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বক্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ আবুল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রামানিক , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ মমিন শেখ, গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব লিটন আলী, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ন আহবায়ক সাত্তার শেখ, যুগ্ন আহবায়ক মোঃ মুরাদ শেখ, সিনিয়র সদস্য মোঃ আমজাদ হোসেন পরামানিক,সিনিয়র সদস্য সিরাজ কাজী।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন.