আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৮আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহারসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের গরীব, অসহায় ও দরিদ্র পরিবারের প্রশিক্ষিত ৭ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।