রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগষ্ট ) সকাল ৮ টায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিস চত্তরে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন ছাড়াও, শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ , যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, গোয়ালন্দ ফুটবল একাডেমী, উপজেলা ক্রীড়াসংস্থা পুষ্পমাল্য দেন।
পরে বেলা ১১ টায় গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী ছাড়াও উপস্থিত ছিলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নুরুল ইসলাম তালুকদার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফুর রহমান। উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী বলেন- শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া সংগঠক, দক্ষ রাজনীতিবিদ। তার গুনের কথা বলে শেষ করা যাবে না। এ মাসটি শোকের মাস হওয়ায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্বল্প পরিসরে বঙ্গবন্ধুর পুত্র শহীদ শেখ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন আয়োজনটি করা হয়।