গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ
দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীদের ঢল।
করোনা ভাইরাসের কারণে চলমান কঠোর লকডাউনে পোশাক -কারখানা খুলে দেয়ার খবরে দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়।
আজ শনিবার (৩১জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন উপায়ে দৌলতদিয়া ফেরিঘাটে আসছে যাত্রীরা।
গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন যানবাহনে মোটরসাইকেল, ভ্যানে, মিনি ট্রাকে, অটোরিকশায় ও পায়ে হেঁটে আসছেন দৌলতদিয়া ফেরিঘাটে। স্বাস্থ্য বিধি না মেনে ফেরিতে গাদাগাদি করে উঠছেন ঢাকামুখী যাত্রীরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জামাল হোসেন জানায়, এ নৌরুটে জরুরি সেবার যানবহন ও যাত্রীদের চাপ বাড়ায় ছোট-বড় ১৬ টি ফেরি দিয়ে যাত্রী ও জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে।