রাজবাড়ীপাংশার পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ আসামি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী পাংশা থানার এফ আই আর নং-১০/১৪০, তারিখ- ২৭ জুলাই, ২০২১; জি আর নং-১৪০/২০২১, তারিখ- ২৭ জুলাই, ২০২১; সময়- ০১:২০ ঘটিকা ধারা- ১৯(a)(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন মামলার দুই আসামি গ্রেফতার।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এস আই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাংশা মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ২৬ শে জুলাই ২০২১ তারিখ ২১:৩০ ঘটিকার সময় পাংশা মডেল থানাধীন পালেরডাঙ্গী গ্রামস্থ মোঃ আলামিন মন্ডল পিতা-মোসলেম মন্ডল এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আলামিন মন্ডল পিতা-মোসলেম মন্ডল, গ্রাম পালেরডাঙ্গী, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারের সময় তাহার ডান হাতে থাকা একটি সবুজ কালারের শপিং ব্যাগের মধ্যে হইতে একটি দেশীয় লোহার তৈরী ওয়ান শুটার গান ও ০২টি কার্তুজ উদ্ধার করেন।

আসামী মোঃ আলামিন মন্ডল এর স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করিয়া গত ২৬ শে জুলাই ২০২১ তারিখ ২২:৫৫ ঘটিকার সময় পাংশা মডেল থানাধীন শরিষা বাজারস্থ সাদিয়া এন্টার প্রাইজের বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী শফিক মোল্ল্যা পিতা-সোবাহান মোল্ল্যা, গ্রাম শরিষা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হইতে ০২টি কার্তুজ উদ্ধার করেন।

পাংশা থানা পুলিশ বলেন,আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg