শিরোনাম
দৌলতদিয়া পদ্মায় বাল্কহেডে চাঁদাবাজির অভিযোগে আটক-৬ ধর্ষকদের ফাঁসির দাবীতে গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অবৈধ বালু উত্তোলনে কঠোর অবস্থানে যাবে প্রশাসন গোয়ালন্দে ইয়াবা ও ৫ ভরি স্বর্নাংলকারসহ‌ গ্রেপ্তার ১ ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে গোয়ালন্দে ছাত্রদলের মানববন্ধন প্রতিদিন পদ্মার নদী থেকে কয়েক কোটি টাকার বালু লুট রাজবাড়ীতে গ্রাম্য শালিসে দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ জন গোয়ালন্দে  শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি। গোয়ালন্দে পদ্মা নদীতে চাঁদাবাজির অভিযোগে তিনটি ট্রলার জব্দ  গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক

গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

0Shares

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী টেলিগ্রাফঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, কিডনি ও ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৪ টায় গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে আহম্মদ আলী গণ গ্রন্থাগার মিলনায়তনে উপজেলার ১৭জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর জনপ্রতি ৪হাজার, অসুস্থ কিডনি রোগী ও ক্যান্সার রোগীর জনপ্রতি ২হাজার ৫শ টাকাসহ সর্বমোট ৭১হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়াামী লীগ সভাপতি মো. মোস্তফা মুন্সি।

বিমান বাহিনীর সার্জেন্ট সিরাজুল ইসলাম ও জীবন চক্রবর্তীর সঞ্চালনায় সৌদি প্রবাসী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনিষ্টিটিউশন এর প্রধান শিক্ষিক আরিফা বেগম, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিল মো. নাসিরুদ্দিন রনিসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ আগস্ট এ সংগঠনটি তৎকালীন দক্ষিণ কোরিয়া প্রবাসী ( বর্তমানে ডেনমার্ক প্রবাসী) গাজী সাইফুল ইসলামের উদ্যােগে যাত্রা শুরু করে। সংগঠনটি যাত্রার শুরুর পর থেকেই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বন্যার্তের সহায়তা, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাসহ নানা মানবিক কাজ করে আসছে। গোয়ালন্দ উপজেলার এটিই প্রবাসীদের সর্বপ্রথম সংগঠন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg