শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

দৌলতদিয়া পশুবাহী ট্রাকে চাঁদা আদায়কালে ১ জন গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

0Shares

লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী)

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে যাওয়ার জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আসা পশুবাহী ট্রাকে চাঁদা আদায়কালে ১ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, উত্তর দৌলতদিয়ায় মজিদ শেখের পাড়ার মৃত-মেসের সরদারের ছেলে আমজাদ হোসেন (৪১)। এজাহার সূত্রে জানা যায়, পিকাপ চালক মোঃ আনিসুর রহমান, ১৮ তারিখ দুপুরে কুষ্টিয়া শহর থেকে পিকাবে গরু লোড করে হেলপার আলামিনসহ ঢাকার উদ্দেশ্যে রওনা করি বিকেল ৫ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ফেরি ঘাটের সামনে মহাসড়কে পৌঁছালে জ্যামে আটকা পড়ি জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫ জন লাঠিসোটা নিয়ে পিকাপের সামনে এসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন তাহারা বলেন এই রাস্তা দিয়ে গরু নিতে হলে তাদেরকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হবে আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা আমাকে মারপিট করে এ সময় চিৎকার করিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আসামিকে আমি ঝাপটাইয়ে ধরে রাখি। ওই সময় গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে আসলে আসামিকে তাহার হেফাজতে গ্রহণ করে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া ঘাটে আমরা বিশেষ নজরদারি রেখেছি। পশুবাহী ট্রাকে চাঁদা আদায় করার চেষ্টা করলেই আমরা গ্রেফতারের আওতায় নিয়ে আসছি। এ অভিযান আমাদের অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরূদ্ধে মামলা দিয়ে সোমবার (১৯ জুলাই) আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg