উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সালাউদ্দিন খান তারেকের নিজ অর্থায়নে ১ টি কন্সেনট্রেটর উপহার দিলেন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১

0Shares

মোশারফ হোসেন

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৫ হাজার টাকা দিয়ে নিজ অর্থায়নে টি অত্যাধুনিক বৈদ্যুতিক কন্সেনট্রেটর প্রদান করেন।

১৮ জুলাই রবিবার সকালে শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেকের উদ্যোগে বিদ্যুৎ চালিত ১ টি অত্যাধুনিক অক্সিজেন কন্সেনট্রেটর প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহি কর্মকর্তা বিতান কুমার মন্ডল,

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আকুল উদ্দিন, পৌরমেয়র সামসুজ্জামান অরুণ, অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর-রশীদ হারুন ।

এসময় অক্সিজেন কন্সেনট্রেটর প্রদানের উদ্যোক্তা সালাউদ্দিন খান তারেক বলেন,করোনাকালীন এই দুঃসময়ে বেশিরভাগ করোনা আক্রান্ত রোগী মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে,সেই সাথে প্রচলিত একটি অক্সিজেন সিলিন্ডার ফুরিয়ে গেলে পরিবর্তন করতে ভোগান্তি শেষ থাকে না।কিন্তু বৈদ্যুতিক অক্সিজেন কন্সেনট্রেটর নিজে থেকেই অক্সিজেন তৈরি করে,তাই অক্সিজেন সংকট হবে না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg