শিরোনাম
দৌলতদিয়া পদ্মায় বাল্কহেডে চাঁদাবাজির অভিযোগে আটক-৬ ধর্ষকদের ফাঁসির দাবীতে গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অবৈধ বালু উত্তোলনে কঠোর অবস্থানে যাবে প্রশাসন গোয়ালন্দে ইয়াবা ও ৫ ভরি স্বর্নাংলকারসহ‌ গ্রেপ্তার ১ ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে গোয়ালন্দে ছাত্রদলের মানববন্ধন প্রতিদিন পদ্মার নদী থেকে কয়েক কোটি টাকার বালু লুট রাজবাড়ীতে গ্রাম্য শালিসে দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ জন গোয়ালন্দে  শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি। গোয়ালন্দে পদ্মা নদীতে চাঁদাবাজির অভিযোগে তিনটি ট্রলার জব্দ  গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক

রাজবাড়ীতে মাদকদ্রব্য ও একাধিক মামলার ৯ আসামি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির,
বিশেষ প্রতিনিধি।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে রাজবাড়ীর ভিন্ন ভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও একাধিক মামলার এজাহারনামীয় নয়(০৯) আসামীদেরকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।

বুধবার (১৪-০৭-২০২১) এ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা, ১। শ্রীপুর গ্রামের মোঃ হাফিজ উদ্দিন মোল্লার ছেলে মোঃ ফারুক মোল্লা (৩২), ২। রামচন্দ্রপুর গ্রামের কোরবান শেখ এর ছেলে লিটন শেখ (২৮), ৩। রাজাপুর গ্রামের নজরুল শেখ এর ছেলে আসামী সুমন শেখ, ৪। বিনোদপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে আসামী বাবু (৫০), ৫। দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত হাসমত সরদারের ছেলে রিপন সরদার (২৮), ৬। বিনোদপুর গ্রামের সন্তোষ কুমার সরকারের ছেলে আসামী বিষু সরকার (৪৬), ৭। বিনোদপুর গ্রামের মো: হাচেন সরদারের ছেলে মো: সিদ্দিক সরদার (৬০), ৮। সোনাকান্দর গ্রামের মো: আতর আলী গাজীর ছেলে মো: আবু বক্কার সিদ্দিক (৫৪),৯। ০১ নং বেড়াডাঙ্গার মৃত সামসুর রহমান ছেলে মো: আজিম খাঁ (৩৮)। উভয় আসামীদের জেলা/উপজেলা রাজবাড়ী।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ জানায়, রাজবাড়ীর বিভিন্ন এলাকা হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও একাধিক মামলার এজাহারনামীয় নয়(০৯) আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আইনুযাযী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg