আলামিন হোসেন শাকির,
বিশেষ প্রতিনিধি।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে রাজবাড়ীর ভিন্ন ভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও একাধিক মামলার এজাহারনামীয় নয়(০৯) আসামীদেরকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
বুধবার (১৪-০৭-২০২১) এ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা, ১। শ্রীপুর গ্রামের মোঃ হাফিজ উদ্দিন মোল্লার ছেলে মোঃ ফারুক মোল্লা (৩২), ২। রামচন্দ্রপুর গ্রামের কোরবান শেখ এর ছেলে লিটন শেখ (২৮), ৩। রাজাপুর গ্রামের নজরুল শেখ এর ছেলে আসামী সুমন শেখ, ৪। বিনোদপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে আসামী বাবু (৫০), ৫। দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত হাসমত সরদারের ছেলে রিপন সরদার (২৮), ৬। বিনোদপুর গ্রামের সন্তোষ কুমার সরকারের ছেলে আসামী বিষু সরকার (৪৬), ৭। বিনোদপুর গ্রামের মো: হাচেন সরদারের ছেলে মো: সিদ্দিক সরদার (৬০), ৮। সোনাকান্দর গ্রামের মো: আতর আলী গাজীর ছেলে মো: আবু বক্কার সিদ্দিক (৫৪),৯। ০১ নং বেড়াডাঙ্গার মৃত সামসুর রহমান ছেলে মো: আজিম খাঁ (৩৮)। উভয় আসামীদের জেলা/উপজেলা রাজবাড়ী।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ জানায়, রাজবাড়ীর বিভিন্ন এলাকা হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও একাধিক মামলার এজাহারনামীয় নয়(০৯) আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আইনুযাযী ব্যবস্থা গ্রহণ করা হবে।