রাজবাড়ীর পাংশায় বিভিন্ন প্রকল্পের কর্মসূচির উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১

0Shares

রাজবাড়ীর পাংশায় বিভিন্ন প্রকল্পের কর্মসূচির উপকরণ বিতরণ

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ১৪ জুলাই ২০২১ তারিখে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টির বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১৯টি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

মরিচ, করোলা, লাউ, পুঁইশাক, ডাটা-শাক, লাল-শাক, পালং-শাক, ঝিঙ্গা ও ঢেঁড়স এই ৯ধরনের সবজি বীজসহ, জৈব সার, ঝাঁঝরি ও বীজ সংরক্ষণ পট বিতরণ করা হয়।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের বেশিরভাগ মানুষই কিসের উপর নির্ভরশীল। আমরা আজ ৯ রকমের সবজির বীজ প্রদান করলাম। এই সবজি মানুষের পুষ্টিহীনতা দূর করবে এবং এ থেকে অর্থ উপার্জন করতে পারবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg