আলামিন হোসেন শাকির, বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে পৌরসভার নারায়নপুরের নুরুদ্দিন মিয়া (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
জানা গেছে তিনি গত বৃহস্পতিবার (১ জুলাই) করোনা পজিটিভ হয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তিনি করোনার উপসর্গ সহ অন্যান্য শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে নমুনা প্রদান করেণ। পরবর্তীতে তার করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি হন। শনিবার (৩ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেণ।
বীর মুক্তিযুদ্ধা নূরুদ্দিন মিয়া রাজবাড়ী জেলা আওয়ামীলীগের শিল্প ও বর্ণিক বিষয়ক সম্পাদক ছিলেন।
নিহত মুক্তিযুদ্ধা মৃত্যুকালে ১ স্ত্রী ১ পুত্র ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্ত্রী নুরুন্নাহার বেগম রাজবাড়ী জেলা পরিষদের সদস্য। তার পুত্র নয়ন ইফতেখার বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক এবং কন্যা সাদিয়া আফরিন পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক।
বাদ যোহর পাংশা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নিহতের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।