পাংশায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় উপজেলা কৃষি অফিসার উদ্যোগে মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলা চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে রুপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির সহ প্রমুখ।

উপজেলার দশটা ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৮০ জন কৃষকের মাঝে এই কৃষিপণ্য বিতরণ করা হয় । বিতরণকালে উপস্থিত অতিথিবৃন্দ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের উদ্দেশ্যে বলেন উন্নত জাতের ধান এর বীজ প্রদান করা হয়েছে । যা চাষ করে কৃষকরা লাভবান হবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg