কাতারে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক বাংলাদেশি তরুণ। তাঁর নাম সরোয়ার হোসেন শিহাব। ২৭ জুন রবিবার ভোরে কাতারেত দুহাইল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান ২১ বছর বয়সী এই প্রবাসী।
শিহাবের ভাই শাওনও কাতারে থাকেন। টেলিগ্রাফ কে তিনি জানান, শিহাব দু বছর আগে কাতারে এসেছিল। একটি কোম্পানির হয়ে সে তালাবাতে রাইডার হিসেবে চাকরি করতো।
শিহাবদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায়। তাঁর লাশ বর্তমানে হামাদ হাসপাতালের মর্গে রয়েছে। ৫-৭ দিনের মধ্যে লাশ দেশে পাঠানো হবে বলে জানান শাওন।
এদিকে শিহাবের অকাল মৃত্যুতে কাতার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।