আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় রাজবাড়ীর পাংশায় অর্ধশত ব্যাটারি চালিত অটোভ্যান আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যটারি চালিত রিকশা-ভ্যানের মোটর বা ব্যাটারি খুলে ফেলার সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জুন) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত অটোভ্যান আটক করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, প্রথম দিকে তাদের অবগতির জন্য ভ্যান থেকে ব্যাটারি ও মটর খুলে চালানোর সিদ্ধান্ত জানিয়েছি সেই সিদ্ধান্ত অমান্য করায় ভ্যানগুলো আমরা আটক করেছি। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা কার্যকরের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।