পাংশা বাহাদুরপুরে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু চত্বর।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন (বুধবার), রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের অর্থায়নে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এবং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ইউ.পি চেয়ারম্যান) হুমায়ুন কবির শাকিলের সার্বিক তত্ত্বাবধানে বাহাদুরপুর ইউনিয়নে নির্মিত বঙ্গবন্ধু চত্বর শুভ উদ্ভোদন করা হয়েছে।

সকাল ৮টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই প্রোগ্রাম শুরু করা হয়।

পরে জাতীর জনক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব মতিউর মোল্লা, উপজেলা আওয়ামিলীগের সদস্য আব্দুল হামিদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল আলম ছগীর সহ ইউনিয়ন আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের কর্মী বৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg