শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা স্মৃতি সম্মাননা পুরস্কার পেলেন ওসি আব্দুল্লাহ আল তায়াবীর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১

0Shares

বিশেষ প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা স্মৃতি সম্মাননা এ্যাওয়ার্ড ২০২১ পদে ভ’ষিত হয়েছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল তায়াবীর। ২৩ জুন বুধবার বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষে থেকে এই সম্মামনা ও সুফিয়া বেগম নির্বাহী পরিচালক ও সাখাওয়াত হোসেন সদস্য সচিব বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলা চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে রয়েছে দেশের বৃহত্তম যৌনপল্লী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পথ দৌলতদিয়া ঘাট। গোয়ালন্দ ঘাট থানায় ওসি হিসাবে ওসি আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকেই এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুরু হয়। এখন এই উপজেলার মানুষ নিরাপত্তার চাদরে দিন ও রাত যাপন করছে স্বস্তি ফিরেছে গোয়ালন্দ উপজেলায়। গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি আব্দুল্লাহ আল তায়াবীর। গোয়ালন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র থেকে আজ বিশেষ পুরস্কারে ভূষিত হলেন গোয়ালন্দ ঘাট থানার (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর। দৌলতদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহমান মন্ডল বলেন, ওসি আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকেই আমার ইউনিয়নে আইন-শৃংখলার ব্যাপক উন্নয়ন হয়েছে। দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম ব্যাপকভাবে দেখাশোনা করেন ওসি আব্দুল্লাহ আল তায়াবীর। উজানচর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন ফকির বলেন, ওসি আব্দুল্লাহ আল তায়াবীর একজন সৎ মানুষ। তিনি সর্বদা মানুষের আইনি সেবা দিয়ে থাকেন । ছোট ভাকলা ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকে আমার ইউনিয়ন এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি নাগরিকের মধ্যে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনীতে যোগদান করেছি।
আমি চেষ্টা করছি গোয়ালন্দ উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের জন্য

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg