মোঃ সজল আলী, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা লেনদেনে অনিয়ম ও প্রতারণার অভিযোগে উপজেলার জামসা বাজারের রিপন এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিংগাইর উপজেলার জামসা বাজারে রিপন এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা লেনদেনে অনিয়ম ও প্রতারণার বিষয়টি উঠে আসে। ওই অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলাপ্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনায় ও সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সার্বিক তত্ত্বাবধানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল জানান, অভিযুক্ত রিপন এন্টারপ্রাইজের বিরুদ্ধে মোবাইল ফোন নিয়ে নিজের এজেন্ট একাউন্টে ১৮০০ বা ২৭০০ টাকা ট্রান্সফার করলেও শিক্ষার্থীর অভিভাবকদের ৯০০ টাকা করে প্রদান ও চার্জ হিসেবে ২০ থেকে ৪০ টাকা অতিরিক্ত আদায় করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত রিপন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, রিপন এন্টারপ্রাইজকে আগামী তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের পাওনা সকল টাকা পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, জামসা ইউপি সদস্য ও জামসা বাজার বণিক সমিতির সভাপতি এবং ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।