জহুরুল ইসলাম হালিম
রাজবাড়ী সদর উপজেলার রামকাপুর ইউনিয়ন ও বালিয়াকান্দি উপজেলায় দুটি স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. আতাউর রহমান, এস আই মো. মিঠু ফকীর ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন কাজী বাঁধা মোড়ের নয়ন স্টোর আকাশ মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর রামকাপুর ইউনিয়নের চড় বেনীনগর বিল্লালের মন্ডলের ছেলে সাব্বির মন্ডল (২১)’কে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
অপরদিকে জেলার বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়নে গোয়েন্দা পুলিশের অভিযানে ইন্দুরদি গ্রামের মৃত নিরাপদ বিশ্বাসের ছেলে নিশিত বিশ্বাসকে আধা কেজি গাঁজাসহ গ্ৰেপ্তার করে। উভয় অভিযানে উদ্ধারকৃত দেড় কেজি গাঁজার মুল্য আনুমানিক ৩৫ হাজার টাকা।
জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।