ইদ্রিস আলী মোল্লা::
ফরিদপুর জেলার মমিনখাঁর হাট ডাবলব্রীজ এলাকার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বন্যা, করোনাভাইরাস, ঈদুল আযহা উপলক্ষ্যে আজ (৩১ জুলাই) সকালে ৯৪টি হতদরিদ্র পরিবারের মাঝে ৭৫২ কেজি চাউল বিতরণ করা হয়েছে। উক্ত চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী শেখ, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ খন্দকার নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আব্দুল জলিল প্রামানিক, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ এডভোকেট সরদার আওয়াল হাসান, ৫নং ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন, ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি- মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা, সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যারা সাহায্য সহযোগিতা করেছেন ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন সংগঠনটির মুখপাত্র ইদ্রিস আলী মোল্লা।