গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা তেল পাম্পকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা তেল পাম্পের ম্যানেজার সুশান্ত সরকার কে ওজনে কম দেওয়ার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ১৫ জুন সকাল ১১ টায় মোঃ আসাদুজ্জামান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে গোয়ালন্দ মোড়ে তেল পাম্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সপ্তবর্ণা তেল পাম্পের ম্যানেজার সুশান্ত সরকার কে ওজন ও পরিমাপ মান দন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লংঘনে ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

প্রসিকিউটর উৎপল কুমার বি এস টি আই পরিদর্শক ও সহযোগিতায় সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস,রাজবাড়ী।শৃঙ্খলায় মোঃ রিপন এ এসআই সদর রাজবাড়ী থানার নেতৃত্বে পুলিশের একটি টিম।পেসকার শফিকুল ইসলাস রানা ডিসি অফিস,রাজবাড়ী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে মোঃ আসাদুজ্জামান (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাংবাদিকদের জানান জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg