আজ ৩১ শে জুলাই রোজ শুক্রবার রাজবাড়ী জেলার পাংশা থানা হাবাসপুরে জমে উঠেছে পশুর হাট।ঈদের আর মাত্র একদিন বাকি এই কারণেই হাটগুলোতে দেখা গিয়েছে ক্রেতা-বিক্রেতাদের অনেক ভিড়।
ক্রেতা মোহাম্মদ বাদশা মোল্লা বলেন আমি একটি গরু কিনেছিলাম ৬২ হাজার টাকা দিয়ে। সেটি প্রায় ৩ থেকে ৪ মণ মাংস হবে। হাটে এসে আমার মনে হচ্ছে গরুর দাম গত বছরের থেকে এবার কিছুটা কম।
গরুর ব্যাপারী মনিরুল বিশ্বাস বলেন, করোনা ভাইরাসের কারণে গত বছর থেকেই এ বছরের গরুর দাম অনেক কম। এবারে হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের অনেক অনেক ভিড় দেখা গেলেও কোরবানির পশু ক্রয় বিক্রয় হচ্ছে অনেক কম। আর যারা কোরবানির পশু ক্রয়ের জন্য হাটে আসছে তারা গরুর দাম অনেক কম বলছে । গরু বিক্রেতাদের অবস্থা এবার ভালো নয়।
বাজারের মালিক মোঃ ইউনুস মেম্বার বলেন আমাদের হাট করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবারও নতুন করে কোরবানির ঈদ উপলক্ষে চালু হয়েছে।
আলামিন হোসেন শাকির।। পাংশা