আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পাংশা সার্কেলের নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা।
বৃহস্পতিবার সকাল ১১টায় পাংশা সার্কেল অফিস কার্যালয়ে পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করেছেন। গত ৮ জুন তিনি সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) হিসাবে যোগদান করেন।
সংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলা সমূহে আইন শঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি এ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সাংবাদিক সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
উপস্থিত সাংবাদিকরাও তাদের পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতা কামনা করেছেন সিনয়ির সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) এর নিকট।
মতবিনিময় সভায় সাংবাদিকরাও পেশাগত সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ৩৫ তম বিসিএস এর পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি এপিবিএন-৮ ঢাকায় কর্মরত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর পাংশা সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার যোগদান করায় ৮ জুন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে ১ লা নভেম্বর ২০২০ থেকে ৮ জুন ২০২১ পর্যন্ত পাংশা সার্কেলে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ-জামান।