আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ফজলুর রহমান অরফে ফজল (২৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
ফজল উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-ঝিকড়ী (ভাঙনীপাড়া) গ্রামের মৃত রাজাই মন্ডলের ছেলে।
জানা যায়, বুধবার (৯ জুন) সকাল ১১ টার দিকে ১২-১৫ জন মিলে পদ্মা নদীতে মাছ ধরতে যান।
তার সঙ্গে থাকা মোঃ সোহেল রানা বলেন, সাতাড় দিয়ে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে ডুবে যান ফজলুর রহমান আর খুঁজে পাওয়া যায়নি।
পরে আমরা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেই। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে ডুবোরী দলকে খবর দিয়ে চলে যায়। ডুবোরী দল আসার আগেই আমরা স্থানীয়রা ব্যাড়জাল টেনে ৫ ঘন্টা পর ফজলকে মৃত অবস্থায় উদ্ধার করি।
এবিষয়ে পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ হুমায়ুন রেজা বলেন। লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।