ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে চড় মারার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে৷ দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে মঙ্গলবার এ ঘটনা ঘটে৷ স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিও এই খবর দিয়েছে৷
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এক সমর্থকের সঙ্গে হাত মেলাতে মাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ঐ ব্যক্তি তার মুখে চড় মারেন৷ তার আগে ঐ ব্যক্তিকে ‘ডাউন উইথ মাক্রোঁনিয়া’ বলে চিৎকার করতে শোনা গেছে৷ ঐ ঘটনার পর মাক্রোঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তা কর্মী ঐ ব্যক্তিকে ধরে ফেলেন৷ অন্যজন মাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নেন৷ তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেণ্ড ছিলেন৷
ঐ ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মাক্রোঁ৷
সূত্রঃলাইভ টিভি