সুজন বিষ্ণুঃ রাজবাড়ী জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব দেবনাথ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে।
বিপ্লব দেবনাথ জেলা শহরের বিনোদপুর ভাজনচালা গ্রামের দুলাল চন্দ্র দেবনাথের ছেলে। বিপ্লব রাজবাড়ী বাজারের রাজলক্ষ্ণী জুয়েলার্সের ম্যানেজার হিসেবে চাকুরী করতেন। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের সদস্য আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন পার হয়ে জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় পৌছালে বিপ্লব দেবনাথ কাটা পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয়।