আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ২ ইলেকট্রনিক তার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিকদারের নেতৃত্বে মাছপাড়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিযানে স্বাস্থ্য বিধি পালনে জনগনকে পরামর্শ দেওয়া হয় এবং কিছু মাস্ক বিতরন করা হয়। এবং BBX ক্যাবলস এর মালিক মোঃ ইকবাল হোসেনকে অত্যাবশ্যবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ ১৯৫৬ এর ৬(১) ধারায় ও ভোক্তা আইন ২০০৯ এর ৪৪ ধারায় ২০ হাজার টাকা এবং KRB ক্যাবলস এর মালিক মোঃ মোজাম্মেল খাঁনকে ৬(১) ধারায় ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সহযোগিতায় ছিলেন প্রসিকিউটর জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, শৃঙ্খলায় পাংশা থানার সাব ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন নেতৃত্বে পুলিশের একটি টিম, পেসকার মোঃ রাজু আহম্মেদ ডিসি অফিস রাজবাড়ী।জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানা গিয়েছে।