করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে কাতার প্রবাসীরা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

0Shares

কাতারে প্রতিদিনই কমছে ক’রো’নায় আ’ক্রা’ন্ত ও মৃ’ত্যুর সংখ্যা। আ’ক্রা’ন্তের হার কমে আসায় আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটির জনজীবন। এরই মধ্যে প্রথম ধাপের বি’ধিনি’ষেধ প্রত্যাহার করা হয়েছে।

স্বাভাবিক অবস্থায় ফিরছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে গণহারে ভ্যা’কসি’ন কার্যক্রম অব্যাহত থাকায় ক’রো’নায় আ’ক্রা’ন্ত ও মৃ’ত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। কাতারে এরই মধ্যে প্রায় ২৭ লাখ ডোজ ক’রোনার ভ্যা’কসিন বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

এদিকে করো’নার আ’ক্রান্তের সংখ্যা কমে আসায় কাজকর্ম নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন প্রবাসী বাংলাদেশিরা। চর্তুথ ধাপে বিধিনিষেধ প্রত্যাহার হয়ে গেলে আগের মতো সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে মনে করেন তারা। প্রবাসীরা বলেন, ধীরে ধীরে করো’না পরিস্থিতির উন্নতি হচ্ছে। বাস মেট্রো ব্যবহার করতে পারছি।

আমরা এখন সহজে দোকানপাট খুলতে পারছি। আমরা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। কাতারে ক’রোনায় প্রতিদিন গড় আ’ক্রান্তের হার ২০০ জনের নিচে নেমে এসেছে। রোববার দেশটিতে করো’নার আক্রা’ন্তের সংখ্যা ছিল মাত্র ১৭২ জন। দেশটিতে এ পর্যন্ত ৫০ জন বাংলাদেশিসহ মা’রা গেছে ৫৬৯ জন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg