মোশারফ হোসেন কুমারখালী
কুষ্টিয়ার কুমারখালীতে মৎস্য চাষ প্রদর্শনী খামারের চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৭জুন) বেলা ১১:৩০ টায় উপজেলা মৎস্য দপ্তর এ উপকরণ বিতরণ করে।
২০২০-২১ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় (২য় সংশোধনী) এর আওতায় কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদর্শনী খামারে মাছ চাষ করা হচ্ছে। ৯ জন আরডি ও ১ জন সাধারণ চাষীকে ফিড জাতীয় খাবার প্রদান করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আকতার মিনা সহ মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।