আলামিন হোসেন শাকির,
পাংশা উপজেলা প্রতিনিধি।
রাজবাড়ী পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণ খোলা গ্রামে পাংশা থানা পুলিশের অভিযানে ৩টি গাঁজার গাছসহ আক্তার শেখ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্তার শেখ ইউনিয়নের মৃত ময়নুদ্দিন শেখের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুন) এএসআই মো. রিপন খাঁন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণ খোলা গ্রামের আক্তার শেখের রান্না ঘরের পেছন থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গাঁজার গাছগুলোর ওজন ৩ কেজি ২৫০ গ্রাম, মূল্য অনুমানিক ১২ হাজার টাকা।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘তিনটি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়।