কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের তিনটি ম্যাচে খেলতে শুক্রবার (২৮ মে) বিকেলে দোহা এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩২ সদস্য। কাতার এসে এয়ারপোর্টে ক’রো’না পরীক্ষার জন্য নমুনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শনিবার (২৯ মে) সকালে কোভিড টেস্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সব সদস্যের রি’পোর্ট নে’গেটি’ভ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত।
স্থানীয় কাতার সময় সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশের টিম হোটেলে স্কেচিং সেশন করেছে জামাল ভূঁইয়ারা। বিকেল সাড়ে ৪ টায় কাতার ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম প্র্যাকটিস সেশন করবে।
আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ম্যাচগুলো আল দোহেল স্পোর্টস ক্লাব আব্দুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানান গেছে।