রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর তত্ত্বাবধানে ২৪ মে (সোমবার) রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাটে (পাকিস্তানের হাট) মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
এসময় ভুয়া ডিগ্রি ও পদবী ব্যবহার করায় “দয়াল হোমিও সদন” এর সত্যাধিকারি রণজিৎ সরকার (৫৫)কে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯(১) ধারার অপরাধে ২৯(২) ধারায় ১ (এক) বছরের জেল এবং চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. নুজহাত মৌ মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস রাজবাড়ী, সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস রাজবাড়ী, শামসুন্নাহার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর কালুখালী ও পেশকার মো. শফিকুল ইসলাম রানা। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন কালুখালী থানার এসআই মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি টিম।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।