জিম্মি সাধারণ যাত্রীরা, গণপরিবহনে ভাড়া দ্বিগুণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি।

<করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সে সিদ্ধান্ত মানছে না মানিকগঞ্জের অধিকাংশ গণপরিবহন। বিভিন্ন গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও কোন কোন গাড়িতে দাঁড়িয়ে আবার কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে যাত্রীরা গণপরিবহনে চলাচল করছেন। বৃহস্পতিবার (২০ মে) জেলার শিবালয় উপজেলার আরিচা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। সাধারণ যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া নিয়ে প্রাইভেটকারে করে যাত্রী বহন করছে স্থানীয় কিছু পরিবহন দালাল ও দুষ্কৃকিকারীরা। এছাড়া সেলফি, শুভযাত্রাসহ ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত বিভিন্ন বাস সার্ভিস ও সিএনজিতে করে কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। গণপরিবহন সঙ্কটের অজুহাত দেখিয়ে প্রায় প্রতিটি গাড়িতেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে ও দ্বিগুণ যাত্রী পরিবহন করা হচ্ছে। এছাড়া মা…

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg