করোনার সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের মাঝে জনসচেতনতা মূলক প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। আজ বৃহষ্পতিবার (৩০জুলাই) দিনব্যাপী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাট, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে ঈদে ঘরমুখো মানুষের মাঝে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক-লিফলেট বিতরণ করা হয়। যাত্রী সাধারণকে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উৎসাহ প্রদান করা হয়। এসময় যাদের মুখে মাস্ক নাই তাদের কে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং সেইসাথে সবাইকে বলা হয় সরকার ঘোষিত বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে।
এ সময় রাজবাড়ি জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার উপস্থিত ছিলেন। তিনি রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, ঈদে ঘরমুখী যাত্রী সাধারণকে সচেতন করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই জনসচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট, মো: বাবু মন্ডল, আরমান আহমেদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে থেকে লিফলেট ও মাস্ক বিতরণ করেন।
ফিরোজ আহমেদ||